আওয়ার ইসলাম: ভারতের দিল্লি রাজ্যের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা দিয়েছেন যে, তার রাজ্যে ১৮ বছরের বেশি সব মানুষকে করোনার টিকা বিনামূল্যে দেওয়া হবে। আগামী শনিবার থেকেই এই কার্যক্রম শুরু হবে।
আজ সোমবার এক ঘোষণায় দিল্লির মুখ্যমন্ত্রী এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
কেজরিওয়াল বলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে দিল্লিতে যাদের বয়স ১৮ বছরের বেশি, তাদের সবাইকে বিনামূল্যে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। এ জন্য ইতোমধ্যে ১ কোটি ৩৪ লাখ ডোজ করোনার টিকা কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
দিল্লির মুখ্যমন্ত্রী আরো জানান, এই গণ-টিকাদান কার্যক্রম আগামী শনিবার থেকেই শুরু হবে। প্রয়োজন হলে পরবর্তীতে আরো টিকার ডোজ কেনা হবে। আমরা চাই, যতটা দ্রুত সম্ভব টিকা কেনার কাজটি শেষ করে কার্যক্রম শুরু করতে। আমাদের টার্গেট হলো- দিল্লিতে বসবাসরত সব প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে কোভিড-১৯ এর টিকার আওতায় আনা।
বর্তমানে ভারত করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে অন্যতম হলো দিল্লি। গত বেশ কিছু দিন ধরে রাজ্যটিতে প্রতিদিন ৩০ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হচ্ছে।
রাজ্যের স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, দিল্লিতে প্রতিদিন যারা করোনা টেস্ট করতে আসছেন, তাদের মধ্যে প্রতি তিন জনে একজনের করোনা শনাক্ত হচ্ছে।
এ ছাড়া আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে দিল্লিতে মৃত্যুর সংখ্যাও বাড়ছে প্রতিদিন। রাজ্যের স্বাস্থ্য বিভাগের তথ্য বলছে, সাম্প্রতিক সময়ে অর্থাৎ ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন দিল্লিতে প্রায় তিন শতাধিক লোক মারা যাচ্ছে।
-এটি