মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

পুরোহিত কর্তৃক নবি সা. কে অবমাননা ও দেওবন্দ মাদরাসা নিয়ে বিষোদগারের নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।
আন্তর্জাতিক ডেস্ক

হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অপমানজনক মন্তব্য করেছে ভারতের দস্না দেবী মন্দিরের প্রধান পুরোহিত কট্টর হিন্দুত্ববাদী, মুসলিমবিদ্বেষী নরসিংহনন্দ সরস্বতী। শুধু তাই নয় দারুল উলূম দেওবন্দের মতো দেশপ্রেমিক প্রতিষ্ঠানকে উগ্রবাদের কেন্দ্র বলে আখ্যায়িত করায় নিন্দা জানিয়েছে দারুল উলুম দেওবন্দ।

আজ সোমবার দারুল উলুম দেওবন্দ মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা কারি উসমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দস্না দেবী মন্দিরের প্রধান পুরোহিত কট্টর হিন্দুত্ববাদী, মুসলিমবিদ্বেষী নরসিংহনন্দ সরস্বতীর অযৌক্তিক কথাবার্তা আমরা এটাকে অমানবিক ও চরম অবজ্ঞাপূর্ণ বলে আখ্যায়িত করছি।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নরসিংহনন্দ সরস্বতী রাসুল সা. ও দেওবন্দ মাদরাসা নিয়ে যে মন্তব্য করেছে তা ভারতের প্রতিটি শান্তিকামী ব্যক্তি বিশেষত মুসলমানদের অনুভূতিকে চরমভাবে হতবাক করেছে। এটি একটি সুপরিচিত সত্য, কোনও ইমানদার আমাদের রাসুল সা. নিন্দা করাকে সহ্য করতে পারে না। আমাদের দেশের আইন কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার পক্ষে কখনো অনুমতি দেয় না।

আমাদের দেশের শান্তি বজায় রাখতে এ জাতীয় শত্রুদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করি। আমরা কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারদের কাছে দাবি জানাচ্ছি, এই জাতীয় জঘন্য কাজ রোধ করতে হলে নরসিংহের মতো অহংকারী ভাববাদীর বিরুদ্ধে কড়া বিধানের অধীনে মামলা দায়ের করা দরকার। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা দরকার। রাষ্ট্রদ্রোহ রোধে সরকারকে অবশ্যই গুরুতরভাবে এটা প্রতিহত করতে হবে। একই সাথে আমরা ভারতের সকল মুসলমানকে আবেদন করছি, প্রিয় নবীজীর নামে নিন্দার বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক, যাতে আমরা ধৈর্য সহকারে এটার মুকাবিলা করি। এমন কোন আবেগমূলক পদক্ষেপ না নিতে পারি যা দুর্বৃত্তদের ঘৃণ্য পরিকল্পনাকে শক্তিশালী করে। আমরা বুদ্ধিমানের সাথে কাজ করব। যতটা সম্ভব আইনকে অবলম্বন করে এই জাতীয় সমাজবিরোধী কাজগুলি বিচারের সামনে আনার চেষ্টা করব।

উল্লেখ্য, কিছুদিন আগে দিল্লি প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে অপমানজনক মন্তব্য করার জন্য দস্না দেবী মন্দিরের প্রধান পুরোহিত কট্টর হিন্দুত্ববাদী, মুসলিমবিদ্বেষী নরসিংহনন্দ সরস্বতীকে তলব করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার জন্য তার করা মন্তব্যের ব্যাপারে তদন্ত সহযোগিতা করতে তাকে তলব করা হয়েছে।

গত ৩ এপ্রিল দিল্লির আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খান নরসিংহ নন্দ সরস্বতীর, রাসূল সা. এর ব্যাপারে করা অবমাননাকর এবং অপমানজনক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন দিল্লি পুলিশের কাছে। সেই সূত্রেই নরসিংহ নন্দকে তলব করা হয়েছে বলে জানা গেছে। দিল্লি পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার এইসা সিংহল সাংবাদিকদের জানিয়েছেন, আমরা নরসিংহনন্দকে তলব করেছি আমাদের তদন্তে যোগদান করার জন্য।

এই ঘৃণা প্রচারক মুসলিমবিদ্বেষী উগ্রবাদী মুসলিম ভাবাবেগে আঘাত দেওয়ার মতো বিভিন্ন মন্তব্য করেছিলেন। তারপর থেকে দেশজুড়ে আপামর মুসলিম তার গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তার গ্রেপ্তারের দাবি করেছেন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন এর প্রেসিডেন্ট আসাদ উদ্দিন ওয়াইসি এবং দিল্লির আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খানও। তবে বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনস্থ দিল্লি পুলিশ নরসিংনন্দকে তলব করলেও তাকে কথিত হুমকি দেওয়ার অভিযোগে আমানত উল্লাহ খানের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে। সূত্র: দারুল দেওবন্দের ওয়েব সাইট

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ