আওয়ার ইসলাম: করোনা বিপর্যয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন দেশ। পরিস্থিতি সামাল দিতে সাহায্য পাঠিয়েছে যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবসহ বিভিন্ন দেশ। ভেন্টিলেটর, পিপিই, টেস্ট কিটসহ নানা চিকিৎসা সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র।
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ভারতে টিকা তৈরির কাঁচামাল রপ্তানির আশ্বাসও দিয়েছে বাইডেন প্রশাসন। এছাড়া ১৩৫ কোটি রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে গুগল এবং মাইক্রোসফট।
এদিকে, অক্সিজেন ও আইসিইউ শয্যা সংকটের কারণে মৃত্যুকূপে পরিণত হয়েছে দিল্লি। চিকিৎসার আশায় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন করোনা রোগীরা। কেউ কেউ অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে। এ পরিস্থিতিতে কালোবাজারে প্রায় ৮ গুণ বেশি দামে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার।
দিল্লি ছাড়া আরো কয়েকটি রাজ্যেও প্রকট হচ্ছে অক্সিজেন সংকট। হরিয়ানায় অক্সিজেন সংকেটে ১৩ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া গুজরাটের সুরাট শহরে একটি হাসপাতালে আগুনে ৪ করোনা রোগী মারা গেছেন।
রোববার ফের করোনায় মৃত্যু এবং শনাক্তের রেকর্ড করেছে ভারত। সংক্রমণ ঠেকাতে কর্নাটকে মঙ্গলবার থেকে দুই সপ্তাহের লকডাউন জারি করা হবে।
-এটি