আওয়ার ইসলাম: প্রথম দফার রিমান্ড শেষেই হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের আরো সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৬ এপ্রিল) তাকে আদালতে হাজির করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার অভিযোগ এনে মতিঝিল থানায় করা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়া রিমান্ড আবেদনের শুনানি শেষে মাওলানা মামুনুল হকের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৯ এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মাওলানা মামুনুল হককে আদালতে আনাকে কেন্দ্র করে সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আর সিএমএম আদালতের মূল ফটক পুলিশ ঘিরে রেখেছে। এ ভবনে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
গত ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ।
এনটি