মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

যাত্রাবাড়ী মাদরাসায় শুরু হল হাইয়াতুল উলইয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

নুরুদ্দীন তাসলিম।।

বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়ার নিয়মিত বৈঠকের অংশ হিসেবে এক বিশেষ বৈঠকে বসেছেন হাইয়াতুল উলইয়ার নেতৃবৃন্দ। রাজধানীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসায় হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আজ রোববার (২৫ এপ্রিল) বেলা ১১ টা থেকে এ বৈঠক শুরু হয়েছে।

বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী।

প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান মুফতি মুহাম্মদ ওয়াক্কাস রহ. এর (বুধবার, ৩১ মার্চ ২০২১) ইন্তেকালের পর তাকে ছাড়া হাইয়াতুল উলইয়ার প্রথম বৈঠক এটি। বৈঠকে হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানের প্রতি বিশেষ শোক প্রকাশ, হাইয়াতুল উলইয়ার নিজস্ব এজেন্ডা-পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ, কওমি মাদরাসা খোলা ও বর্তমান পরিস্থিতিতে কওমি মাদরাসায় চলমান নানা সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা মুহা. অসিউর রহমান।

আরো পড়ুন: আজ যাত্রাবাড়ী মাদরাসায় হাইয়াতুল উলইয়ার বৈঠক

হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক আরো জানান, ‘করোনার ঊর্ধ্বগতিতে সর্বাত্মক লকডাউন পরিস্থিতিতে বেশ কয়েকটি বিষয় নিয়ে হাইয়াতুল উলইয়ার বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আলোচনায় হাইয়াতুল উলিয়ার নিজস্ব এজেন্ডাগুলোই প্রাধান্য পাবে। যার মাঝে অন্যতম হল হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষার রেজাল্ট প্রকাশের তারিখ নির্ধারণ।’

তিনি আরো জানান, এবারের বৈঠকে গুরুত্বের শীর্ষে থাকতে পারে কওমী শিক্ষার্থীদের তারবিয়াতি উন্নয়নের বিষয়টি।

বৈঠকে যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত আছেন, আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জি, মুফতি রুহুল আমিন, মাওলানা মুসলেহুদ্দীন গওহরপুরী, মুফতি মোহাম্মদ আলী,মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মুফতি জসিমুদ্দীন (হাটহাজারি),মাওলানা ছফিউল্লাহ,মাওলানা ওবায়দুর রহমান মাহবুব প্রমুখ।

আরো পড়ুন: রোববার হাইয়াতুল উলইয়ার বৈঠক: চলমান সংকটসহ গুরুত্ব পাচ্ছে যেসব বিষয়

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ