মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

তুরস্ক থেকে পণ্য আমদানি বাড়িয়েছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্ক থেকে পণ্য আমদানি কিছুটা বেড়েছে সৌদি আরবে। সাম্প্রতিক মাসগুলোতে বাণিজ্যিক সম্পর্কে স্থবিরতার পর ফেব্রুয়ারিতে মাসিক ভিত্তিতে আমদানি অল্প পরিসরে বেড়েছে বলে সরকারি তথ্যে দেখা গেছে। অবশ্য, গত বছরের তুলনায় সে পরিমাণ এখনও অনেক কম। সৌদি আরবের অনানুষ্ঠানিক অবরোধের পর দেশটিতে তুর্কি পণ্য আমদানি গতিশীল হচ্ছে না।

সৌদি আরবের ‘জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস’-এর তথ্যে রোববার দেখা যায়, ফেব্রুয়ারিতে তুরস্ক থেকে আমদানি হয়েছে ২৪ দশমিক ৫ মিলিয়ন রিয়ালের (৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার) পণ্য, যা আগের মাসের চেয়ে ১৪ দশমিক ১ মিলিয়ন রিয়াল বেশি।

তথ্যে দেখা গেছে, গত বছর ফেব্রুয়ারিতে সৌদি আরবের আমদানির পরিমাণের হিসাবে তুরস্ক যেখানে ১১ নম্বরে ছিল, এ ফেব্রুয়ারিতে সেখানে দেশটির অবস্থান নেমে আসে ৬৭ নম্বরে। তথ্য অনুযায়ী, চীনই সৌদি আরবের শীর্ষ বাণিজ্য অংশীদারের জায়গা ধরে রেখেছে।

রিয়াদ কখনও প্রকাশ্যে তুর্কি পণ্য বর্জনের কথা স্বীকার করেছি, তবে গত বছর সৌদি ব্যবসায়ী এবং খুচরা বিক্রেতারা দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর মধ্যে উত্তেজনার জেরে তুর্কি পণ্য বর্জন করতে থাকেন।

দুই দেশের মধ্যে এক দশক ধরে উত্তেজনা বিরাজ করছে। ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সে উত্তেজনার পারদ চূড়ায় উঠে যায়। অবশ্য, সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা এবং রিয়াদের মধ্যে সম্পর্ক মেরামতের উদ্দেশ্যে কিছু কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়।

এ মাসে টার্কিশ এক্সপোর্টার্স অ্যাসেম্বলি (টিআইএম)-এর তথ্য অনুযায়ী, গত বছর মার্চে যেখানে সৌদিতে পণ্য বিক্রির পরিমাণ ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন ডলার ছিল, তা ৯৩ দশমিক ৭ শতাংশ কমে এ বছরের মার্চে এসে দাঁড়িয়েছে মাত্র ১৯ মিলিয়ন ডলারে।

টিআইএম-এর তথ্য অনুযায়ী, এ বছরের প্রথম প্রান্তিকে সৌদিতে তুরস্কের রপ্তানি বার্ষিক হিসেবে ৯৩ শতাংশ নেমে ৫৬ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। অথচ, ২০২০ সালের জানুয়ারি-মার্চ সময়ে সে পরিমাণ ছিল ৮১০ দশমিক ৬ মিলিয়ন ডলার।

সাম্প্রতিক সময়ে সৌদি আরব, মিসর এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মার্কিন চাপের মধ্যে থাকা দেশ দুটি নিজেদের স্বার্থেই পারস্পরিক দূরত্ব মিটিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে মনোযোগী হয়েছে। এটি হলে তাদের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যও আগের অবস্থানে উপনীত হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ