মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

করোনা বিপর্যস্ত ভারতকে যেসব সহায়তা দিতে চায় পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আঞ্চলিক শত্রুতা কি কিছুটা হলেও ঘুচিয়ে দিলো করোনাভাইরাস? ওই উত্তরটা আগামিদিনে মিলবে। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে (সেকেন্ড ওয়েভ) কাবু ভারতের দিকে সাহায্যের হাত বাড়িযে দিয়েছে পাকিস্তান। বর্তমান পরিস্থিতির মোকাবিলায় নয়াদিল্লিকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে, পার্সোনাল প্রোটেক্টিভ ইক্যুপমেন্ট (পিপিই) কিটসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসলামাবাদ।

শনিবার রাতের দিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরী টুইটারে বলেন, ‘কোভিড-১৯-এর বর্তমানে ঢেউয়ের মধ্যে ভারতের মানুষের পাশে দাঁড়িয়ে ভারতকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে, পিপিই কিটসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান।’

অপর একটি টুইটে বলা হয়, ‘ওইসব সামগ্রী দ্রুত পাঠানোর জন্য ভারত ও পাকিস্তানের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ ওই বিষয়ে কাজ করতে পারে। মহামারীর কারণে যে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে, তা সমাধানের জন্য দু'দেশে সম্ভাব্য উপায়েরও সন্ধান করতে পারে।’ দুটি টুইটেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে ট্যাগ করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সাউথ ব্লকের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটের আগে দুপুরের দিকেই করোনা পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। একটি টুইটবার্তায় ইমরান বলেন, ‘করোনাভাইরাসের বিপজ্জনক ঢেউয়ের বিরুদ্ধে লড়াইয়ের সময় আমরা ভারতীয়দের পাশে দাঁড়াচ্ছি। আমাদের প্রতিবেশী এবং বিশ্বের যে দেশগুলো এই মহামারীতে জর্জরিত, তাদের দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার জন্য প্রার্থনা করছি। আমাদের অবশ্যই একত্রিতভাবে এই বিশ্বব্যাপী সংকটের মোকাবিলা করতে হবে।’

এমনিতে গত ২৪ ঘণ্টায় দেশে ৩.৪৬ লাখেরও বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। যা দৈনিক আক্রান্তের রেকর্ড সংক্রমণ। বিশেষত বৃহস্পতিবার থেকে টানা তিন দিন তিন লাখের বেশি নয়া আক্রান্তের সন্ধান মিলেছে। তার ফলে মোট আক্রান্তের সংখ্যা ১.৬৬ কোটি ছাড়িয়ে গিয়েছে। প্রাণহানিও ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ২,৬২৪ জন। এখন পর্যন্ত করোনায় ১.৮৯ লাখ প্রাণহানি হয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭ লাখের বেশি।

লাগামছাড়া সংক্রমণের জেরে ভারতের স্বাস্থ্য ব্যবস্থায় প্রবল চাপ পড়েছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের আকাল দেখা দিয়েছে। অক্সিজেনের জন্য আকুতি ক্রমশ বাড়ছে। সেই পরিস্থিতিতে ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য টুইটারে আর্জি জানিয়েছেন পাকিস্তানের নেটিজেনরা। সেইসাথে পাকিস্তানে ‘ভারতের পাশে আছে পাকিস্তান’ (#PakistanStandswithIndia), ‘ভারতের অক্সিজেন প্রয়োজন’ (#Indianeedoxygen)-এর মতো ট্যাগও টুইটারে ট্রেন্ড হচ্ছে। তারই মধ্যে ভারতের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ইমরান।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ