আওয়ার ইসলাম ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের একটি করোনা হাসপাতালের আইসিউইতে আগুনে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
আজ রবিবার (২৫ এপ্রিল) দেশটির রাজধানী বাগদাদের ইবনে আল খাতিব হাসপাতালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ইবনে আল খাতিব হাসপাতাল সূত্রে জানা যায়, একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে এমন দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। দেশটির সিভিল ডিফেন্স কর্মকতাদের মতে, হাসপাতালটিতে কোন ধরনের অগ্নিনির্বাপক ব্যবস্থা সচল না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ইরাকের স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা যায়, এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা আল খাদিমি বাগদাদের স্বাস্থ্য বিভাগের ডিজিসহ ইবনে আল খাতিব হাসপাতালের পরিচালককে অব্যহতি দিয়েছেন।
-এটি