আওয়ার ইসলাম: ফেনীতে ৩১ বোতল বিদেশি মদসহ দাগনভূঞার দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে জেলা শহরের হাসপাতাল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল রাত সাড়ে ৮টার দিকে শহরের হাসপাতাল মোড়ে ভূইয়া স্টোরের সামনে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
এ ঘটনায় দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর এলাকার তপন চন্দ্র দাসের ছেলে প্রান্ত চন্দ্র দাস (২৩) ও একই এলাকার আবুল কাশেমের ছেলে একরাম হোসেন রবিনকে (১৯) আটক করা হয়।
র্যাব-৭ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মো. মাহফুজুর রহমান জানান, আটক মাদক কারবারিরা দীর্ঘদিন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ফেনীর দাগনভূঞাসহ আশপাশের জেলায় বিক্রি করে আসছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।
এনটি