আওয়ার ইসলাম: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় খায়রুল আনম সেলিমের মুঠোফোনে একটি অপরিচত নম্বর থেকে ফোন করে এ হুমকি দেয়া হয়।
একইদিন রাত ১০টায় এ এইচ এম খায়রুল আনম সেলিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, ‘একটি নম্বর থেকে আমার ফোনে কল আসে। ফোনে বলা হয়, আমাকে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ আমরা নোয়াখালীর ডিসি ও এসপিকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়’।
তিনি আরো বলেন, এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।
এনটি