মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালীতে জেলা আ.লীগ সভাপতিকে হত্যার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম সেলিমকে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় খায়রুল আনম সেলিমের মুঠোফোনে একটি অপরিচত নম্বর থেকে ফোন করে এ হুমকি দেয়া হয়।

একইদিন রাত ১০টায় এ এইচ এম খায়রুল আনম সেলিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, ‘একটি নম্বর থেকে আমার ফোনে কল আসে। ফোনে বলা হয়, আমাকে, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে হত্যা করা হবে। কারণ আমরা নোয়াখালীর ডিসি ও এসপিকে বাঁচানোর চেষ্টা করছি। এরপর আর কোনো কথা না বলে সংযোগ কেটে দেয়’।

তিনি আরো বলেন, এ বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. আলমগীর হোসেনের ফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ