আওয়ার ইসলাম: ২০১৩ সালের ৫ মে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বুধবার (২১ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলের দিকে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এমডব্লিউ/