আওয়ার ইসলাম: জেরুসালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল।
ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বিভাগ দেশটির স্বারাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার আদেশের কপি গত সোমবার ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠিয়েছে। তবে, কেন ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা এতে উল্লেখ করা হয়নি। খবর ইয়েনি সাফাকের।
তবে, শেখ ইকরিমা এই আদেশকে ইসরায়েলের অন্যায় পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জেরুসালেম ফিলিস্তিনিদের, এখানে কোনো কিছু ইসরায়েল নিয়ন্ত্রণ করতে পারে না। এসব করে দখলদাররা আমাদের ঐক্য ও মনোবল ভাঙতে পারবে না।
এর আগে গত ২৬ মার্চ শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইসরায়েল। তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।
জেরুসালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এ ইমামকে বহুবার ইহুদিবাদী ইসরায়েলের পুলিশ গ্রেফতার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি।
এনটি