মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

রমজানের বৈশিষ্ট্যই কুরআনুল কারিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আহসান শরিফ

হাজার মাসের শ্রেষ্ঠ মাস পবিত্র রমজানুল মুবারক। রমজান শ্রেষ্ঠÑ আমলের দিক থেকে। শ্রেষ্ঠÑ সওয়াবের দিক থেকে। নেকি অর্জনের দিক থেকে। শ্রেষ্ঠ ইবাদতের দিক থেকে। শ্রেষ্ঠত্বের কারণ, পবিত্র কুরআনুল কারিম। কেননা, কুরআনুল কারিম এ মাসেই অবতীর্ণ হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ২৩ বছরে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে অবতীর্ণ হলেও লওহে মাহফুজ থেকে প্রথম আসমানে রমজানের কদরের রাতে একবারে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, রমজান মাস, যাতে অবতীর্ণ হয়েছে কুরআনÑ মানুষের পথপ্রদর্শক, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়কারী হিসেবে। [সুরা বাকারা: ১৮৫]

যুগে যুগে মানুষের হেদায়েতের জন্য, সৎপথ প্রদর্শনের জন্য আল্লাহ তায়ালা এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর প্রেরণ করেছেন। মানুষকে আল্লাহর দিকে আহ্বানের জন্য, শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও জান্নাতের পথ সুগম করা এবং জাহান্নাম থেকে মুক্তি দেয়ার জন্য পয়গম্বরদের দিয়েছেন মোট ১০৪টি কিতাব। এর মধ্যে তাওরাত, যবুর, ইন্জিল ও কুরআন, এ চারটি প্রসিদ্ধ।

তাওরাত হজরত মুসা আলাইহিস সালামের ওপর, যবুর হজরত দাউদ আলাইহিস সালাম এর ওপর, ইনজিল হজরত ঈসা আলাইহিস সালামের ওপর এবং কুরআনুল কারিম সর্বশ্রেষ্ঠ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অবতীর্ণ হয়। বাকি একশটি কিতাবের নাম সহিফা। এর দশটি হজরত আদম আলাইহিস সালামের ওপর, প াশটি হজরত শীশ আলাইহিস সালামের ওপর, তিরিশটি হজরত ইদরিস আলাইহিস সালামের ওপর এবং দশটি ইবরাহিম আলাইহিস সালামের ওপর অবতীর্ণ করা হয়। [মিরকাত, খণ্ড : ০১, পৃষ্ঠা : ৫৭]

কুরআনুল কারিম ছাড়া ১০৩টি কিতাবের কোনটির ব্যাপারে আল্লাহ তায়ালা এ ঘোষণা দেননি যে, আমি এ কিতাব অবতীর্ণ করেছি, এর হেফাজত আমিই করব। পবিত্র কুরআনের সূরা হিজর এর ৯নং আয়াতে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই কুরআন অবতীর্ণ আমি করেছি, এর রক্ষাণাবেক্ষণ আমিই করব।

কুরআনুল কারিমের ফজিলত অন্য সব ধর্মগ্রন্থ থেকে বেশি। কুরআনুল কারিম স্থায়ী, ওগুলো অস্থায়ী। কুরআনুল কারিম অপরিবর্তনশীল। ওগুলো পরিবর্তনকৃত। কেবল কুরআন মাজিদের হেফাজতের দায়িত্বই তো নিয়েছেন মহান আল্লাহ। এ জন্যই তো চৌদ্দশ বছর পরেও পবিত্র কুরআন অবিকৃত। কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে এটি।

কোন জালেমের জুলুম কুরআনের একটি হরফও হেরফের করতে পারেনি। পারবেও না। একবার তো কুরআনুল কারিমের তিরিশ হাজার কপি একসঙ্গে জালিয়ে দিয়ে শয়তানরা চেয়েছিল আল্লাহর দীন মুছে দিতে, কিন্তু পারেনি। পারবেও না। কাগজের কুরআন মুছতে পারলেও লক্ষ-কোটি হাফেজেকুরআনের হৃদয় থেকে তো আর মুছা যাবে না! এটাই মহান আল্লাহর কারিশমা।

কুরআন অবতীর্ণের মধ্য দিয়ে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত শুরু করেছেন। তিনি প্রতি রমজানে হজরত জীব্রাঈলের সঙ্গে এক খতম দাওর করতেন। জীব্রাঈল শোনাতেন তাঁকে, তিনি শোনাতেন জীব্রাঈলকে।

নবিজির এ আমল উম্মতের কাছে ব্যাপক সমাদৃত। সারা বছর মুমিন তিলাওয়াত করতে না পারলেও রমজানে অবশ্যই করবে। তিলাওয়াত না জানলে হাফেজদের পেছনে দাঁড়িয়ে একাগ্রচিত্তে শুনবে এবং দ্রুত শেখার ব্যবস্থা গ্রহণ করবে। বিষয়টি এমন নয় যে পারলে পড়ব, না পারলে নেই। অবশ্যই শিখতে হবে। সব মুমিনের ওপর ফরজ দায়িত্বÑ কুরআন শেখা, তিলাওয়াত করা এবং এর ওপর আমল করা। আল্লাহ, আমাদের বেশি বেশি তিলাওয়াতের তাওফিক দান করুন।

লেখক: প্রিন্সিপাল, মাদরাসাতুল বালাগ ঢাকা,ঝাউচর বাজার, পশ্চিম হাজারীবাগ, ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ