বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


৩০টির মধ্যে ২৬ আসনে অবশ্যই জিতবে বিজেপি: অমিত শাহর ভবিষ্যদ্বাণী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত শনিবার ভারতের পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তার পরের দিন, রোববার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক সংবাদ সম্মেলনে বলেছেন, তারা এ দফায় অবশ্যই কমপক্ষে ২৬টি আসনে জয়লাভ করবেন এবং মোট ২০০ আসনে জিতে তারা এ রাজ্যে ক্ষমতায় আসবেন। খবর আনন্দবাজার পত্রিকা।

অমিত শাহ বলেন, ‘পশ্চিমবঙ্গে এবার শান্তিপূর্ণ ভোট হয়েছে। একটিও প্রাণহানি হয়নি। এটা আগামীদিনের জন্য খুব ভালো খবর। ভোটের পরে আমি রাজ্য ও জেলার নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। তাতে আমি বলতে পারি, প্রথম দফার ৩০টির মধ্যে ২৬টি আসনই জিতব।’

অমিত আরও বলেন, ‘আমরা বড় ব্যবধানে জিতব। আমাদের জয়ের ব্যবধানও বাড়বে, আসনও বাড়বে। এর স্পষ্ট ইঙ্গিত আমরা পেয়েছি। পশ্চিমবঙ্গে ২০০’র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে।’

তিনি আরও বলেন, ‘নন্দীগ্রামের মানুষদের বলতে চাই, নন্দীগ্রাম পরিবর্তন করলে গোটা বাংলাতেই পরিবর্তন হয়ে যাবে। তাই আমি তাদের এই আবেদনই করতে চাই যে নন্দীগ্রাম থেকেই পরিবর্তন শুরু হোক।’

অমিত শাহের দাবি, ‘পশ্চিমবঙ্গে যেভাবে অনুপ্রবেশ হতো, যেভাবে দুর্নীতিতে ভরে গিয়েছিল, তাতে মানুষ হতাশ। তারা ভেবেছিলেন দিদি (মমতা) কিছু উন্নতি করবেন। দল বদলালেও কোনো পরিবর্তন হয়নি। কিন্তু নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা আশার আলো নিয়ে আসতে পেরেছি।’

তবে পশ্চিমবঙ্গে শনিবার প্রথম পর্বের ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকেই সহিংসতা হয়েছে। সেদিন সকালেই কোশিয়ারিতে একজন বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। বেশ কিছু জায়গায় উত্তেজনা দেখা দেয়। এরকম নানান ঘটনা নিয়ে ভারতের এই রাজ্যের নির্বাচন কমিশনের কাছে মোট ৬২৭টি অভিযোগ জমা পড়েছে। তবে রাজ্যের মুখ্য নিবার্চনী কর্মকর্তা (সিইও) আরিজ আফতাব বলেছেন, ‘বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া প্রথম দফার ভোট শান্তিপূর্ণ হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর