বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল্লামা মাহমুদুল হাসান অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব।। উপমহাদেশের বরেণ্য আলেমে দ্বীন, বর্ষিয়ান শাইখুল হাদিস, রাজধানী যাত্রাবাড়ীর জামিয়া মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া’র চেয়ারম্যান, কওমি মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সভাপতি মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান অর্থোপেডিক ও বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান এর পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত দশ দিন ধরে তার শারিরিক অসুস্থতার কারণে তিনি তার নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছিলেন। পাশাপাশি অসুস্থতার কারণে তার সমস্ত প্রোগ্রাম স্থগিত করা হয়।

আরো জানা যায়, গত শনিবার (২৭ মার্চ) রাতে তার শারিরিক অবস্থার আশাতীত উন্নতি না হওয়ায় তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, বর্ষিয়ান এ আলেমেদ্বীনের সুস্থতায় তার সাহেবজাদা মাওলানা মাসরুর হাসান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দীর্ঘদিন ধরে উপমহাদেশে হাদিস, ফিকহ, তাফসীর তথা ইলমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। পাশাপাশি তিনি জনমানুষের আত্মশুদ্ধির জন্য প্রশংসনীয় ভূমিকা রেখে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে পালন করছেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমিরের দায়িত্ব।

-এটি


সম্পর্কিত খবর