আওয়ার ইসলাম: সাহাবাদের জীবনাদর্শ প্রচারভিত্তিক দাওয়াতি সংগঠন ‘শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের’ উদ্যোগে দুই দিনব্যাপী 'আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন' অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ মার্চ ঢাকার চিটাগাংরোডে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন শুরু হবে। ১৭ মার্চ (বুধবার) রাতে আন্তর্জাতিক শানে সাহাবা সম্মেলন শেষ হবে।
সম্মেলনে প্রধান মেহমান হিসেবে অংশ নিবেন- ভারতের দারুল উলুম দেওবন্দের শিক্ষাসচিব ও তাফসীর বিভাগের প্রধান আল্লামা আফজাল কাইমূরী। প্রধান বক্তা হিসেবে থাকবেন- হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও শানে সাহাবার সিনিয়র উপদেষ্টা আল্লামা নুরুল ইসলাম জিহাদী এবং প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করবেন- সময়ের আলোচিত ইসলামিক স্কলার ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশের আমির মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখবেন দেশ বিদেশের খ্যাতনামা ইসলামিক স্কলারগণ।
সমাজ ও রাষ্ট্রে রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবাদের আজমত ও আদর্শ প্রতিষ্ঠায় সম্মলনকে সফল করতে দোয়া ও সহযোগিতা কামনা করেন সংগঠনটির মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী।
-এএ