আবদুল্লাহ তামিম: ১৪৪১ হিজরী/২০২০ সনের দাওরায়ে হাদীসের সাময়িক সনদ ও নম্বরপত্র প্রদান করা হচ্ছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ।
আজ বুধবার সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেইজে দেয়া এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪১ হিজরী/২০২০ সনের দাওরায়ে হাদিস (তাকমীল) পাসের সাময়িক সনদপত্র ও নম্বরপত্র উত্তোলনের জন্য (১) মূল প্রবেশপত্র, (২) জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনপত্র প্রদর্শনের পাশাপাশি (৩) মূল নিবন্ধনপত্র প্রদর্শন করতে হবে। তাই ১৪৪১ হিজরী/২০২১ সনে উত্তীর্ণ দাওরায়ে হাদিস (তাকমীল) ফারেগীনগণ আল-হাইআতুল উলয়ার অফিসে সাময়িক সনদ উত্তোলনের জন্য আসার সময় উপরোক্ত কাগজপত্র সঙ্গে আনবেন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৪৩৮-১৪৪০ হিজরী/২০১৭-২০১৯ সনের সাময়িক সনদ ও নম্বরপত্র উত্তোলনের জন্য আসার সময় মূল প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র সঙ্গে আনতে হবে।
-এটি