কাজী আব্দুল্লাহ ।।
সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলা ঠেকিয়ে দেয়ার দাবি করেছে সিরিয়ান সেনাবাহিনী।
গত সোমবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে তারা।
বিবৃতিতে বলা হয়, অধিকৃত গোলান হাইটস থেকে উড়ে আসা ইসরায়েলি যুদ্ধবিমান দামেস্কের কাছাকাছি বিমান হামলা শুরু করে। ‘আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীর আকাশে ইসরাইলি বিমান হামলাকে ঠেকিয়ে দেয়।’তবে এই হামলায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
সিরিয়ান এক সামরিক ডাক্তার জানান, দামেস্ক থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে কিসওয়া শহরের এক সেনা ঘাঁটিতে ইসরায়েলি বিমান থেকে ছোঁড়া মিসাইল আঘাত হেনেছে।
প্রত্যক্ষদর্শীরা দামেস্কের দক্ষিণপ্রান্ত থেকে বিস্ফোরণের জোরালো আওয়াজ শোনেন। ইসরায়েলের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে উচ্চপদস্থ এক সামরিক কর্মকর্তা জানিয়েছেন সিরিয়ায় ইরানের সামরিক তৎপরতা প্রতিরোধের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। সূত্র: আলজাজিরা
-এটি