আওয়ার ইসলাম: আলে খলিফা শাসন ব্যবস্থার উত্থাপনের দাবিতে লন্ডনে বাহরাইন দূতাবাসের সামনে বাহরাইনি জনগণ বিক্ষোভ করেছেন।
গত ১৪ ফেব্রুয়ারি অভ্যুত্থানের দশম বার্ষিকী উপলক্ষে রবিবার লন্ডনে বাহরাইন দূতাবাসের সামনে ব্রিটেনে বসবাসরত বাহরাইনি নেতাকর্মী এবং প্রবাসীরা বিক্ষোভ করেছেন।
এসময় বিক্ষোভকারীরা আলে খলিফা শাসনের পতনের আহ্বান জানিয়ে স্লোগান দেন। তখন তারা বলেছেন, যতক্ষণ না তাদের বৈধ দাবী পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ অব্যাহত রাখবে। বিক্ষোভকারীদের হাতে উপজাতীয় ব্যবস্থার অবসান ঘটাতে এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য বাহরাইনের বিপ্লবের ১০ বছর প্ল্যাকার্ড দেখা গিয়েছে।
বাহরাইনের ১৪ ফেব্রুয়ারির গণ-অভ্যুত্থানের দশম-বার্ষিকী উপলক্ষে এই বিক্ষোভ প্রদর্শিত হয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং ব্রিটিশ স্বাস্থ্য আইনসমূহ পালনের কারণে এই বিক্ষোভ সীমাবদ্ধ ছিল।
বাহরাইনের স্বৈরতান্ত্রিক রাজ-সরকারের বিরুদ্ধে দেশটির জনগণের গণ-অভ্যুত্থান শুরু হয়েছিল ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি। একই ধরনের গণ-অভ্যুত্থানে সে সময় তিউনিসিয়ায় বেন আলি সরকার ও মিশরে হোসনি মোবারক সরকারের পতন ঘটেছিল। কিন্তু দুঃখজনকভাবে বাহরাইনের সঙ্গে সৌদি-সীমান্ত থাকায় সৌদি সরকার সেনা পাঠিয়ে বাহরাইনের গণ-অভ্যুত্থান দমন করে এবং সৌদি সরকার আরব বিপ্লবগুলোর পথে প্রধান বাধা হয়ে দাঁড়ায়।
উল্লেখ্য, বাহরাইনের জনসংখ্যায় প্রায় ৭৫ শতাংশ শিয়া মুসলমান এবং তাদেরকে নানা অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে মুসলিম নামধারী আলে খলিফার সরকার।
-এটি