বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর

ঢাকা ও নারায়ণগঞ্জে মসজিদ ভাঙ্গার পরিণতি শুভ হবে না: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লাহর ঘর মসজিদ ভাঙার পরিণতি শুভ হবে না। অতীতেও যারা এই গর্হিত ও নিন্দিত কাজ করেছে, তাদের পরিণতি ভালো হয়নি। বর্তমানেও যারা আল্লাহর ঘর ভাঙ্গার মিশনে নেমেছে তাদের‌ও পরিণতি শুভ হবে না। ঢাকা ও নারায়ণগঞ্জে শিশুপার্কের নামে যেসব মসজিদ ভাঙ্গা হয়েছে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেছেন জমিয়ত নেতৃবৃন্দ।

বিবৃতি দাতারা হলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উল‌ইয়ার কো- চেয়ারম্যান, সাবেকমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জমিয়তের নির্বাহী সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব ড.মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করিম ও মুফতি রেদওয়ানুল বারী সিরাজী।

নেতৃবৃন্দ আরও বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলমান। মুসলমানদের অধিকারকে প্রাধান্য দিতে হবে। আমরা দেখছি বর্তমানে দেশের বেশিরভাগ পার্ক মাদকসেবীদের আখড়া ও আড্ডাখানায় পরিণত হয়েছে। যারা পার্ক করার নামে সরকারি জায়গা থেকে আল্লাহর ঘর ভেঙ্গে দিয়েছে, তারা এদেশের ইসলামপ্রিয় জনতার হৃদয়ে চরমভাবে আঘাত দিয়েছে। যারা মসজিদ ভাঙ্গার সাথে জড়িত তারা ত‌ওবা না করলে আল্লাহর গজব অবশ্যম্ভাবী।

নেতৃবৃন্দ মসজিদ ভাঙার সিদ্ধান্ত থেকে সরকারকে বিরত থাকার ও ভেঙ্গে ফেলা মসজিদগুলোকে পুনঃনির্মাণ করার জোর দাবি জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ