আওয়ার ইসলাম: টানা তৃতীয় দিনের মত করোনায় দৈনিক মৃত ও আক্রান্তের সংখ্যা কমেছে। একদিনে বিশ্বে করোনায় ৬ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত আড়াই লাখের বেশি রোগী। এ নিয়ে বিশ্বজুড়ে করোনায় মোট মৃত্যু ২৪ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে, মোট আক্রান্ত ১০ কোটি ৯৬ লাখের বেশি।
যুক্তরাষ্ট্রেও কমেছে করোনার বিস্তার। একদিনে সাড়ে ৯শ প্রাণহানি, নতুন আক্রান্ত ৫১ হাজারের বেশি। ব্রাজিলে সোমবার ৬০১ জন মারা গেছে নতুন শনাক্ত হয়েছে ৩২ হাজার মানুষ। কলম্বিয়া পৌঁছেছে ফাইজার বায়োএনটকের ভ্যাকসিনের প্রথম ব্যাচ। বয়স্কদের মধ্যে ভ্যাকসিন কর্মসুচি শুরু করেছে মেক্সিকো। শীঘ্রই বিধিনিষেধ শিথিলের আশ্বাস দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
এছাড়াও রাশিয়ায় ১৪ হাজার, স্পেনে ১২ হাজার, ইতালিতে ৭ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছে।
-কেএল