আওয়ার ইসলাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফ-এর গুলিতে শাহীনুর রহমান ফকির চাঁদ (২৮) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত শাহীনুর রহমান ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।
শুক্রবার (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ ঘটনা ঘটে।
৩৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্নেল আব্দুল আউয়াল এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে কমান্ডার লে. কর্নেল আব্দুল আউয়াল বলেন, রাতে ১০-১২ জনের একদল যুবক সীমান্তে মাদক পাচারের উদ্দ্যেশ্যে জড়ো হয়। তারা কাঁটাতারের কাছে চলে গেলে ভারতের কুছনী মারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়ন সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হন শাহীনুর রহমান। সঙ্গীরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ থানায় নিয়ে যায় মরদেহ।
এ ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
-এএ