আওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও অপর দুই ইউপি সদস্যকে (মেম্বার) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দুই ইউপি সদস্য হলেন- নলকুড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খায়রুল এনাম চাঁন, ও (৭, ৮, ৯) নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রহিমা বেওয়া
সোমবার বিকালে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে ওই তিন চেয়ারম্যান-মেম্বারকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, চেয়ারম্যান আইয়ুব আলী ফর্সা ও দুই মেম্বারের বিরুদ্ধে ভিজিডির ১২৪টি কার্ডের বিপরীতে ১৮ মাস ধরে চাল তুলে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে সচ্ছল ব্যক্তিদের ভিজিডি কার্ড বিতরণ, জিআর চাল বিতরণের কপিকে ভিজিডি কার্ড গ্রহণের রিসিভ কপি বলে চালানোর অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। এ সব কারণে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শেরপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এটিএম জিয়াউল ইসলাম বলেছেন, দীর্ঘ তদন্ত শেষে স্থানীয় সরকার ওই জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। চিঠি পাওয়া মাত্রই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
-এএ