বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’

বালাগঞ্জে পোনা অবমুক্ত করেন এমপি এম. সামাদ চৌধুরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলায় প্রবাহমান কুশিয়ারা ও বেতরী নদী উন্মুক্ত ঘোষনা করেছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত ২০২০-২১ আর্থিক সালের রাজস্ব বাজেটের আওতায় উপজেলার মাইজাইল ও চাতল-ফাটা চাতল হাওরে পোনামাছ অবমুক্ত উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ ঘোষনা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও সঞ্চালনা করেন জেষ্ঠ্য উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মতিন, প্রচার সম্পাদক মো. নাসির উদ্দিন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী এ এম এ জি কিবরিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলকু, পূর্ব গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আজমল বেগ, যুগ্ন সাধারণ সম্পাদক মুকিত আহমদ চৌধুরী।

ইউপি সদস্য মাহবুবুর রহমান, আওয়ামী লীগ নেতা মহিবুল হাসান বুলবুল, হারুনুর রশীদ জায়েদ, শায়েস্তা মিয়া, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, প্রভাষক রুহুল আমিন, সংবাদকর্মী বদরুল আলম, এমপি'র ব্যক্তিগত সহকারী জুলহাস আহমদ, দক্ষিন সুরমা উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি দুলাল আহমদ, বালাগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শামসুল হক, শেখ আবু নাহিদ, লিফ শেখ মো. আশিকুর রহমান প্রমুখ।

এসময় ১০-১৫ সে.মি. আকারের প্রায় ২৯০ কেজি পোনা অবমুক্ত করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ