আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসার কোমলমতি শিক্ষার্থীদের কম্পিউটার উপহার দিয়েছেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা।
এ উপলক্ষে এমপি লিয়াকত হোসেন খোকা, তার সহধর্মিণী ডালিয়া লিয়াকত ও কন্যা লাবিবা হোসেন আদ্রিতার জন্য গত মঙ্গলবার মাদরাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাবিবুর রহমান জানান, শিক্ষা বান্ধব সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা দায়িত্ব গ্রহণের পর থেকেই অত্র উপজেলায় শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রেখেছেন।
তার এই পরিশ্রমের ফলে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান পেয়েছে নতুন ভবন, শহীদ মিনার, বাউন্ডারি দেয়াল, স্বাস্থ্যসম্মত টয়লেট, ওয়াশ ব্লক, বিশুদ্ধ পানি এবং চেয়ার, টেবিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ।
তিনি আরও জানান, গত কয়েক মাস পূর্বে এমপি লিয়াকত হোসেন খোকার সহধর্মিণী ডালিয়া লিয়াকত নয়াপুর রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এসময় মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা তার কাছে একটি কম্পিউটারের দাবি জানালে তিনি তা এমপি মহোদয়কে জানিয়ে ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
মহিয়সী নারী ডালিয়া লিয়াকত তার কথা রেখেছেন। ফলে এমপি মহোদয়ের পক্ষ থেকে সম্প্রতি একটি কম্পিউটার উপহার পেয়েছে শিক্ষার্থীরা। এতে তাদের মাঝে আনন্দের জোয়ার বইছে।
-এটি