আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক কওমী মাদরাসা শিক্ষা বোর্ড ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ’র প্রথম সাময়িক পরীক্ষা বাতিল করে অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বোর্ডটির পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফজলুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে, চলতি ১৪৪১-৪২ হিজরী মোতাবেক ২০২০-২১ শিক্ষাবর্ষ স্বাভাবিকের চেয়ে কিছুটা বিলম্বে শুরু করা হয়েছে। তাই চলতি শিক্ষাবর্ষ মুহাররম থেকে রমযান পর্যন্ত সুপরিকল্পিতভাবে ব্যয়ের মাধ্যমে বিলম্বের সেই ঘাটতিটুকু পূরণ করা সম্ভব হতে পারে।
এর আগে গত ২৫ আগস্ট বোর্ডটির নির্বাহী পরিষদের বৈঠকে চলতি শিক্ষাবর্ষে ছুটি কমিয়ে ২টি পরীক্ষার মাধ্যমে পাঠক্রম সংকোচন ছাড়াই শিক্ষাবর্ষ সমাপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
তারই উপর ভিত্তি করে চলতি বছরের অর্ধবার্ষিক পরিক্ষা আগামী ৮ রবিউস সানী ১৪৪২ হিজরী ২৫ নভেম্বর থেকে ১৬ রবিউস সানী ১৪৪২ হিজরী ৩ ডিসেম্বর পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অপর দিকে চলতি বছরের বার্ষিক পরীক্ষা আগামি ১৭ শাবান ১৪৪২ হিজরী ৩১ মার্চ থেকে ২৪ শাবান ১৪৪২ হিজরী ৭ এপ্রিল পর্যন্ত নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
-এএ