বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার

লামায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম. মিজানুর রহমান
লামা (বান্দরবান) প্রতিনিধি>

বান্দরবান লামা উপজেলার সরই ইউনিয়নে বন্যহাতির আক্রমণে আশরাফিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। তিনি ইউপির আন্ধারি জামালপুর এলাকার মৃত সাহেব আলী তালুকদার এর স্ত্রী।

মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে এই ঘটনা ঘটে। এসময় বন্য হাতির পাল নিহতের বসতবাড়িও ভাঙচুর করে।

জানা যায়, ভোরে লোকজন নামাজ পড়তে উঠলে তালুকদারের বসত বাড়ি ভাঙচুর করা অবস্থায় দেখতে পায় এবং একপাশে ক্ষতবিক্ষত বৃদ্ধ নারীর লাশ পড়ে থাকতে দেখে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে।

প্রত্যক্ষদর্শী মোহাম্মদ নাজিম উদ্দিন বলেন, সারারাত আন্ধারী এলাকা ও আশপাশে বন্য হাতি হামলা চালায়। এলাকায় অনেকের ফসলি ক্ষেত, বসতবাড়ি ও বাগান ভাঙচুর করেন। এমতাবস্থায় রাতের কোন এক সময় ইউনিয়নের আন্ধারী জামালপুর এলাকার সাহেব আলী তালুকদারের বাড়ীতে হামলা চালিয়ে বসতঘর ভাংছুর করে এবং তার স্ত্রীকে হত্যা করে। ভোরে লোকজন নামাজ পড়তে উঠলে বসত বাড়ি ভাঙচুর ও পাশে তার লাশ দেখতে পায়। ঘটনাস্থলে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন।

বন্য হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মুহা. ফরিদুল আলম বলেন, কয়েকদিন যাবৎ ১০/১২টি বন্যহাতির পাল এলাকায় তাণ্ডব চালাচ্ছে। অনেকের বসতবাড়ি ও ফসলের ক্ষতি করেছে। এঘটনায় এলাকার মানুষ নির্ঘুম রাত কাটানোর পাশাপাশি জনমনে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি বন বিভাগ, উপজেলা চেয়ারম্যান ও থানাকে অবহিত করা হয়েছে।

এবিষয়ে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়সার বলেন, ক্ষতিগ্রস্তদের বন বিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে। পাশাপাশি এলাকার মানুষের সমন্বয় সহযোগীতায় হাতিগুলোকে গহীন পাহাড়ে সরানোর ব্যাবস্থা করা হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ