আওয়ার ইসলাম: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আঁচলকোট গ্রামে মেয়ে মিরা খাতুনের (৩০) লাঠির আঘাতে বাবা আব্দুস সাত্তার (৮০) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন।
আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। মিরা খাতুনকে আটক করেছে পুলিশ। আব্দুস সাত্তার হাতিয়ান্দহ ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ নুর-এ-আলম সিদ্দিকী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিরা খাতুন স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হবার পর বাবার বাড়িতে থাকতেন। মিরা খাতুন প্রায়ই সম্পত্তি চেয়ে বাবার সঙ্গে ঝগড়া করতেন।
আজ সোমবার বিকেলে নিজ বাড়িতে বাবা ও মেয়ের মধ্যে জমি নিয়ে ঝগড়া হয়। এ সময় জমি লিখে দেবার জন্য মেয়ে বাবা আব্দুস সাত্তারকে চাপ দেন। বাবা রাজি না হলে এক পর্যায়ে লাঠি দিয়ে তাকে আঘাত করেন। এতে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন বাবা আব্দুস সাত্তার এবং ঘটনাস্থলেই মারা যান।
হাতিয়ান্দহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম জানান, ঘটনাটি খুব দুঃখজনক। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। সিংড়া থানার অফিসার ইনচার্জ নুরে আলম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মিরাকে আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
-এটি