আওয়ার ইসলাম: ঝিনাইদহ কেভিড- ১৯ হাসপাতালে মুহা. আলিম উদ্দিন খান নামে একজন দন্ত চিকিৎসক মারা গেছেন। তার বাড়ি ঝিনাইদহ শহরের কলেজপাড়ায়। ২৪ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। শনিবার রাতে তিনি মারা যান।
এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। এদিকে নতুন করে করোনায় আরো ২০ জন আক্রান্ত হয়েছেন। জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়লো ১৬২৪ জনে।
সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, শৈলকুপা উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ১ জন, মহেশপুর উপজেলায় ৪ জন ও কোটচাঁদপুর উপজেলায় ১ জন রয়েছে।
সিভিল সার্জন ডা. সেলিনা বেগম বলেন, মানুষ স্বাস্থ্যবিধি একেবারেই মানছে না। ৭০ ভাগ মানুষ মাক্স ব্যবহার করছে না। হাট-বাজারগুলোতে মানুষ ভিড় করে কেনাকাটা করছে। সামাজিক দূরত্ব একেবারেই মানছে। এতে করোনা সংক্রমণ ছড়াচ্ছে।
-এএ