বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর

পদ্মা ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে ইসলামিক কালচারাল ফোরামের ত্রাণ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পদ্মা ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরভারেংগা, দালোটিয়া, চরকাটারী ও চরগোবিন্দপুর সহ বিভিন্ন স্থানে আজ ২৯ আগস্ট ত্রাণ বিতরণ করেছে ইসলামিক কালচারাল ফোরাম।

ফোরামের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান মমতাজীর নেতৃত্বে একটি টিম আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভাঙন কবলিত এলাকায় ঘুরে ঘুরে অর্ধ সহস্রাধিক ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী তুলে দেন।

এ সময় মাওলানা মমতাজী বলেন, সহায় সম্বলহীন মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ও নববী সুন্নাহ। দলমত নির্বিশেষে সকলকে মানব সেবার এ মহৎ কাজে এগিয়ে আসা দরকার। তিনি পদ্মা ও যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা ও ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সেক্রেটারী জেনারেল মাওলানা মো. নাজমুল হক, মাওলানা আবু জাফর কাসেমী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি মাসুম আহমাদ, মুফতি ওয়াহিদুল আলম, মুফতি আব্দুর রহীম কাসেমী, মাওলানা রিয়াজুল ইসলাম মুনির, হাজী ফজলুল হক ও মাওলানা ওবায়দুর রহমান প্রমুখ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে শাইখুল হাদীস মুফতি আব্দুল খালেক, হাফেজ মাওলানা মুফতি ইউনুস বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, ইসলামিক কালচারাল ফোরাম একটি অরাজনৈতিক সংগঠন। ইসলামি ঐতিহ্য ও মানবতার বিকাশে গবেষণাধর্মী প্রতিষ্ঠানটি ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে কাজ শুরু করে। সংগঠনটি ইতিমধ্যেই সমাজসেবা মূলক কার্যক্রমের মাধ্যমে বোদ্ধামহলের নজর কেড়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ