বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর

ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ে ককটেল বিস্ফোরণ, আটক ৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের শহরের অন্যতম বাণিজ্যিক এলাকা গাঙ্গিনাপাড়ের অভিজাত একটি মার্কেটের ভাড়াটিয়া ব্যবসায়ী ও মালিক পক্ষের বিরোধের জের ধরে মার্কেটের সম্মুখে ককটেল বিস্ফোরণ ঘটায় দুষ্কৃতিকারীরা।

বৃস্পতিবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহের গাঙ্গিনাপাড়ের মোবাইল মার্কেট নামে প্রসিদ্ধ হারুন টাওয়ারের সম্মুখে এ ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থল থেকে ৩৪জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর সি.কে ঘোষ রোডে অবস্থিত হারুন টাওয়ারের মালিক গোলাম আম্বিয়া হারুনের বিরোধেন জেরে বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাখে ভাড়াটিয়ারা। দুপুর দেড়টার দিকে ভাড়াটিয়াদের একাংশ মিছিল করে এবং হারুন টাওয়ারের সামনে অবস্থিত সিড়িতে অবস্থান নিলে একদল যুবক লাঠিসোটা নিয়ে তাদের ধাওয়া করে।

এসময় একটি ককটেল বিস্ফোরণ হলে স্থানিয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে। মূহুর্তেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৩৪জনকে আটক করে।

ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আটককৃতদের মধ্যে কেউ নির্দোষ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে, এবং দোষিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য,মোবাইল মার্কেট হারুন টাওয়ারের ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মালিকের নির্যাতন, হয়রানিসহ নানা ভাবে হেনস্তার শিকার হয়ে আসছে। এর কোন প্রতিকারও পাচ্ছিলেন না ব্যবসায়ীরা।

অপরদিকে জোর করে কিছু ব্যবসায়ীদের উচ্ছেদ করতে বিভিন্নভাবে চাপ ও ভীতি প্রদর্শনও করে আসছে মার্কেট মালিক গোলাম আম্বিয়া হারুন।

এর আগে গত বছর মার্চের দিকেও এমন ঘটনা ঘটিয়েছিল বলে জানা যায়। অভিযোগ শর্ত ভেঙ্গে ভাড়া বাড়ানোর প্রতিবাদ করলেই ব্যবসায়ীদের মারধর থেকে শুরু করে গলাধাক্কা দিয়ে বের করে দেয়া হয় মার্কেট থেকে।

এ নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমাজ,এরই প্রেক্ষিতে মার্কেট মালিক গোলাম আম্বিয়া হারুনের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধনসহ আন্দোলনে নেমেছিলো ব্যবসায়ীরা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ