আল-আমিন(বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
ময়মনসিংহের ভালুকা উপজেলার নবনির্মিত ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
আজ (২৭আগস্ট) বৃহস্পতিবার সকালে,শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ'এই শ্লোগানটিকে সামনে রেখে,ময়মনসিংহ জেলা প্রসাসকের কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সেের মাধ্যমে ময়মনসিংহের ভালুকার ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র শুভ উদ্বোধন করেন।
জানা যায়, ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইসিটি প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত,উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ভালুকা উপজেলার সংসদ সদস্য মো. কাজিম উদ্দিন আহমেদ ধনু,সংরক্ষিত মহিলা এমপি মনিরা সুলতানা মনি,ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান,ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো.আহমার উজ্জামান,ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ জহিরুল হক খোকা, দি চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আমিনুল হক শামীম সিআইপি,ভালুকা দবির স্পিনিং মিলস্ এর উপ-মহাব্যবস্থাপক শংকর কুমার দাস, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, অমিত রায় প্রমুখ।
এছাড়াও ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দগণও এসময় উপস্থিত ছিলেন।
-এটি