আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ত্রিশাল পৌরসভায় অবস্থিত জামিয়া কারীমিয়ার মিলনায়তনে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহা.ফয়জুল করীম।
তিনি বলেন, দেশে যখন ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসবাদের মন্ত্র শেখানো হচ্ছিল, তখন ইশা ছাত্র আন্দোলন এক আলোকবর্তিকা হয়ে আগমন করেছে এদেশে। প্রতিষ্ঠার পর থেকে ২৯ বছরের বিপ্লবী পথযাত্রায় সংগঠনটি দেশের ত্রি-ধারার শিক্ষার্থীদের নৈতিকতা গঠন ও নেতৃত্ব বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের জাতীয় নেতৃত্ব তৈরিতে সংগঠনের নেতাকর্মীরা টার্গেটভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছে।
ত্রিশাল উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নেসার উদ্দিন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য শাহ মুহা. মনোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক শহিদুল্লাহ আল মাসুমসহ ত্রিশাল উপজেলা ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।
-এএ