বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর

ফুলপুর পোস্ট অফিসের পাশে ময়লার স্তুপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলি যুবায়ের খান: ময়মনসিংহের ফুুলপুর উপজেলার পোস্ট অফিসের সামনে ও দুইপাশে ময়লা-আবর্জনার স্তুপ তৈরি হয়েছে। এতে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে অফিস কর্মকর্তা ও সাধারণ জনগণকে। বেড়েছে দুর্গন্ধ ও মশার উপদ্রব।

সরেজমিনে দেখা যায়, আশপাশের ফলের দোকান, চা স্টল ও অন্যান্য দোকানের ময়লা এখানে ফেলা হচ্ছে। যার ফলে পরিবেশ দূষণ এবং জনগণকেও পোহাতে হচ্ছে দূর্ভোগ।

এ বিষয়ে ফুলপুর পোস্ট অফিসের কম্পিউটার ও হার্ডওয়ার টেকনিশিয়ান তানভীর আহমেদ বলেন, এ বিষয়ে প্রশাসন বরাবর কয়েক দফা চিঠি দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েকবার পদক্ষেপও নেয়া হয়েছে। তারপরও তারা তা মানছে না, অফিস বন্ধ থাকা অবস্থায় ময়লা ফেলে রেখে যায়। এতে আমাদেরকে দূর্ভোগ পোহাতে হচ্ছে।

‘সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জনাব শরিফ আহমেদ (এমপি)-এর হস্তক্ষেপে একবার এটি পরিষ্কার করা হয় এবং মাইকিং করে ময়লা ফেলতে নিষেধ করা হয়। তারপরও তারা মানছে না।’

এ বিষয়ে কথা হয় কয়েকজন ফল দোকানদারের সাথে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ফল ব্যাবসায়ী বলেন, ‘এখানে ময়লা ফেললে কেউ কিছু বলে না তাই ফালাই’। মাইকিং করে এখানে ময়লা ফেলা নিষেধ করার বিষয়ে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ