নুরুদ্দীন তাসলিম।।
বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দিল্লীর শাহীন বাগে ৭০ দিন ধরে চলছে অবস্থান কর্মসূচি।
সুপ্রিমকোর্টের পক্ষ থেকে শাহীন বাগের অবস্থা পর্যবেক্ষণকারী ‘ওজাহাত হাবিবুল্লাহ’ একটি রিপোর্ট পেশ করেছেন সুপ্রিমকোর্ট বরাবর। রিপোর্টে তিনি উল্লেখ করেছেন, শাহীনবাগে শান্তিপূর্ণভাবে চলছে অবস্থান কর্মসূচি। কিন্তু পুলিশ পাঁচ জায়গায় রাস্তা বন্ধ করে রেখেছে।
রিপোর্টে আরো বলা হয়েছে,পুলিশ রাস্তা বন্ধ না করলে জন- সাধারণ নির্বিঘ্নে চলাফেরা করতে পারতো।ট্রাফিক জ্যাম হতো না। পুলিশের অনর্থক রাস্তা বন্ধের কারণে মানুষ দুর্ভোগে পড়েছে।
উল্লেখ্য, শাহীনবাগে অবস্থান কর্মসূচির কারণে তীব্র যানজট হচ্ছে বলে অভিযোগ উঠলে সুপ্রিমকোর্ট 'ওজাহাত হাবিবুল্লাহ'কে সরেজমিন অবস্থা পর্যবেক্ষণে পাঠায়। অবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সুপ্রিমকোর্টে এই রিপোর্ট পেশ করেন।
দেওবন্দ মিডিয়া অবলম্বনে নুরুদ্দীন তাসলিম।