আওয়ার ইসলাম: ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার যানবাহনে ব্যবহার না করার নির্দেশ দিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো ধরনের যানবাহনে ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার ব্যবহার করা যাবে না।
জানা যায়, ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ব্যক্তি তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে সংগঠনটির লোগো সংবলিত স্টিকার ব্যবহার করেন।
এমনকি অনেক সময় অনৈতিক কর্মকাণ্ডেও জড়ান। যা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করে। তাই সংগঠনের পক্ষ থেকে এমন নির্দেশ দেয়া হলো।
-এএ