সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

বাঙালির প্রাণের মেলা হলো বইমেলা: মোহাম্মদ  কুতুবউদ্দিন 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
মোহাম্মদ  কুতুবউদ্দিন  কবি ও লেখক

বই মানুষ এবং জীবনের এক অবিচ্ছেদ্য অংশ । বই বিহীন কোনো রাষ্ট্র বা জীবন প্রাণহীন এক দুসর মরুর মত।

মানুষের ভাবনা, চিন্তা, দর্শন, মেধার বিকাশ, সংস্কৃতির জৌলুশ, অর্থনীতির তলোয়ার, ধর্মের আনুগত্য সব কিছুর ভেতর বই মিশ্রিত এক অনস্বীকার্য উপাদান, এতে সন্দেহের কোনো অবকাশ রাখেনা । মানুষের নৈতিক মূল্যবোধ, চারিত্রিক বৈশিষ্ট্য, ধর্মীয় অনুভূতি , সম্প্রীতির চেতনা, রাষ্ট্র বিনির্মাণ প্রতিষ্ঠায় বই তর্কাতীত একমাত্র উপাদান ও অনুষঙ্গ ।

বাঙালির প্রানের মেলা হলো বইমেলা। প্রতি বছর এদেশের লেখক, পাঠক ও প্রকাশক তাকিয়ে থাকেন জাতীয় বইমেলার পানে । বছর যাবত লেখকগণ যেমন সৃষ্টির উল্লাসে চিন্তার চাষ করে যান পাঠকদের রুচি এবং চিন্তার অনুভূতিকে সওদা করে, পাঠকের ভাবনা মনন মানসিকতা কুড়িয়ে এনে একটি বই মোড়কে আবৃত করে ঢেলে দেন বইপ্রেমী তথা পাঠকের মহা সমাবেশে । তেমনি বইপ্রেমী তথা পাঠকগণও অপেক্ষায় থাকেন তৃষিত চোখে ক্ষুধার মননে একটি বই স্পর্শ করার প্রয়াসে, আর সেই ঐতিহাসিক শুভক্ষণ হলো জাতীয় বইমেলা।

বরং বলবো, এবারের বইমেলা আয়োজনের পূর্বক্ষণে একটু ভিন্ন আমেজ লক্ষ করছি । জুলাই বিপ্লবের পরবর্তী পটভূমি এদেশের তরুণ সমাজকে আরও বেশি বইমুখী করে তুলেছে বলে আমার বিশ্বাস। লক্ষ্য করছি , প্রজন্মের তরুণ দল পড়াশুনা এবং গবেষণায় নিজেদের নিরন্তর নিবেদন করে চলেছেন । একটি টেকসই রাষ্ট্র বিনির্মাণে তরুণদের আগ্রহের যেমন জায়গা তৈরি হয়েছে, তেমনি তরুণ সমাজ রাজনীতি, দর্শন, ধর্ম, সংস্কৃতি, এসব নিয়ে বেশ তোড়জোড় ঘাটা ঘাটি করছে। আগামীর বাংলাদেশ নির্মাণে তরুণ সমাজ অনেকটা প্রস্তুত এবং বদ্ধপরিকর ।

সেই আলোকে বলবো, এবারের ২০২৫ ইং জাতীয় বইমেলা হতে যাচ্ছে তরুণ পাঠক সমাজের একটি মহা সমাবেশ এবং পাঠচক্র অধিবেশনের প্রধান কেন্দ্রস্থল। তরুণ পাঠক সমাজের কলতানের শব্দ পৌঁছে যাবে ঝাঁকে ঝাঁকে কোমলমতি শিশুর পালে, আমাদের কোমলমতি শিশুরাও এবারের বইমেলার একটা গুরুত্বপূর্ণ অংশ বিশেষ হয়ে দাড়াবে বলে আমার বিশ্বাস । বোধকরছি, এবার বইমেলায় বহুমাত্রিক বইয়ের সমাহার ঘটবে । পাঠকসমাজ খুঁজে পাবে তাদের তৃষ্ণার্ত মননে এক প্রশান্তির আমেজ , উৎকর্ষ সাধনে চিন্তার আধার ।

আরএইচ/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ