|| হাসান আল মাহমুদ ||
টঙ্গী ময়দানে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে চলছে মাওলানা আহমদ লাটের বয়ান। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর তাবলীগ জামাতের এই প্রখ্যাত মুবাল্লিগ বয়ান শুরু করেন।
আওয়ার ইসলামকে এ বিষয়ে তথ্য নিশ্চিত করেন শূরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, এখন বাদ মাগরিব বয়ান করছেন ভারতের শীর্ষ মুরুব্বী মাওলানা আহমেদ লাট সাহেব। এর তরজমা (অনুবাদ) করছেন তাবলীগ জামাতের একজন শুরা মাওলানা ওমর ফারুক সাহেব।
প্রসঙ্গত, ৫৮তম বিশ্ব ইজতেমার শূরায়ি নেজামের অধীনে হবে দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হয়েছে। এ পর্বে অংশগ্রহণ করেছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা।
আজ সোমবার, ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে দ্বিতীয় পর্বের ইজতেমা। এ পর্বে অংশ নিয়েছে ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা। আগামী ৫ ফেব্রুয়ারি আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারা শূরায়ি নেজামের অধীনে দুই পর্বের বিশ্ব ইজতেমা।
হাআমা/