আওয়ার ইসলাম: ঐতিহাসিক লাল মসজিদের দখল ছেড়ে দিতে রাজি হয়েছেন মাওলানা আবদুল আজিজ। মঙ্গলবার ওই মসজিদ ছেড়ে যাওয়ার কথা তার। তিনি লাল মসজিদের বরখাস্তকৃত খতিব।
কয়েকদিন আগে পাকিস্তানের ইসলামাবাদে অবস্থিত সরকার পরিচালিত এই মসজিদটি তিনি দখলে নেন। তারপর গত তিনদিন ধরে ইসলামাবাদ প্রশাসনের সঙ্গে চলে তার সমঝোতা। এর ফলে কর্তৃপক্ষ তাকে জামিয়া হাফসা প্রতিষ্ঠার জন্য ২০ কানাল জমি বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেয়ার প্রেক্ষিতে তিনি দখল ছেড়ে দিতে রাজি হন। এ খবর দিয়েছে অনলাইন ডন।
এতে বলা হয়, বৃহস্পতিবার ইসলামবাদের এইচ-১১ সেক্টরে জামিয়া হাফসায় প্রবেশ করেন তার ছাত্রীরা। তারা সমঝোতার পর বেরিয়ে যাওয়া শুরু করেন রোববারই। ওই মসজিদ ঘেরাও করে রাখা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে সমঝোতামুলক আলোচনার সময় মাওলানা আজিজ বলেছেন, সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এর কারণ, রাজধানীতে মসজিদ ভাঙার কাজ শুরু হয়েছিল তার সময়ে। আবার সেই একই রকম কর্মকা- শুরু হয়েছে। এ সময় কর্তৃপক্ষ তাকে আশ্বস্ত করে যে, তার অভিযোগ যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়া হবে। সুপ্রিম কোর্টের রায়ের আলোকে তার দাবি বিবেচনা করা হবে।
আরএম/