আওয়ার ইসলাম: নিজ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছেন ভারতের অভিনেতা নাসিরুদ্দন শাহ। তিনি বলেছেন, ‘৭০ বছর পর আমি উপলব্ধি করলান ভারতে মুসলিম হিসেবে আমি থাকতে পারি না। এবং এর প্রমাণকে কেউ অবহেলা করা যায় না।’
দ্য আয়ারকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রথমবারের মতো নীরবকা ভেঙেছেন। গেল বছরের ডিসেম্বরে আইনটি পাশ হয় এবং চলতি বছরের ১০ জানুয়ারি তা কর্যকর হয়।
৭০ বছর ধরে ভারতে থেকেও এবং এখানে কাজ করেও তার ভারতীয় হিসেবে প্রমাণ দেয়া হয়নি। তার আর কী করার আছে? এমন প্রশ্ন তোলেন শাহ।
এ অভিনেতা জানান, তিনি ও তার পরিবার ভাবেননি ভারতে এখন পর্যন্ত থাকাটা কঠিন হবে। কিন্তু এখন তাদের উপলব্ধি হয়েছে ভারতে তারা মুসলিম হিসেবে থাকতে পারেন না।
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেয়ার সুযোগ রাখা হয়েছে। এ নিয়েও সমালোচনা করেন নাসিরুদ্দিন শাহ। তিনি বলেন, ‘আইনে কেন মিয়ানমার বা শ্রীলঙ্কার নাম রাখা হয়নি।’
এমএস/এসি