মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র ও কানাডায় পালিত হচ্ছে ইসলাম সচেতনতা সপ্তাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শেখ আবদুল্লাহ বিন মাসউদ ।।

যুক্তরাষ্ট্র ও কানাডার মুসলিমরা ‘ইসলামিক অ্যাওয়ারনেস উইক’ (ইসলাম সচেতনতা সপ্তাহ) উদ্‌যাপন  করছেন। দেশ দুটির বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা এই কর্মসূচির উদ্যোগ নিয়েছেন। তাঁরা বলছেন, পশ্চিমা বিশ্বে ক্রমবর্ধমান ইসলাম-বিদ্বেষ দূর করতে তাঁরা ইসলাম সচেতনতা সপ্তাহ পালন করছেন।

কর্মসূচির অংশ হিসেবে কানাডার কালগরির মাউন্ট রয়াল ইউনিভার্সিটির মুসলিম শিক্ষার্থীরা ২০ থেকে ২৪ জানুয়ারি সচেতনতা কর্মসূচি পালন করছেন। তাঁরা বর্ণবাদের বিরুদ্ধে ধারাবাহিক জ্ঞানমূলক আলোচনার আয়োজন করেছেন।

মুসলিম নিউজ সাইট ‘ফাইভ পিলারস’-এর ডেপুটি এডিটর দিলি হুসাইন বলেন, ‘যদি পশ্চিমা বিশ্বের অমুসলিমদের মধ্যে মুসলিম বিশ্বাস সম্পর্কে অমূলক ধারণা বৃদ্ধি পায়, মুসলিম বিশ্বাস ও সংস্কৃতিতে সমস্যা খুঁজে পায় বা ইসলামী মূল্যবোধকে তারা ধর্মনিরপেক্ষ মূল্যবোধ বিরোধী মনে করে, তবে আমরা বলব আলোচনা ও মতবিনিময়ের প্রয়োজন আছে।’

তিনি চলমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতিতে মুসলিমদের আরো সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘পরিস্থিতির উন্নয়ন চোখে পড়ছে না। সুতরাং এখন নিজেকে গুটিয়ে রাখা উচিত হবে না। এখন বের হতে হবে এবং সক্রিয় হতে হবে।’

যুক্তরাষ্ট্র ও কানাডায় মুসলিম শিক্ষার্থীদের একাধিক সংগঠন রয়েছে। তাঁরা মুসলিম অধিকার ও সমাজসেবামূলক কার্যক্রম করে থাকেন। অমুসলিম শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে থাকেন। এই সংগঠনগুলো ‘এমএসএ’ নামে পরিচিত।

২০১১ সালের জাতীয় জরিপ অনুযায়ী কানাডায় মুসলিম জনসংখ্যা সাড়ে সাত লাখ। যা দেশটির মোট জনসংখ্যার ৩.২ শতাংশ। মুসলিমরা কানাডার দ্বিতীয় বৃহৎ ধর্মীয় জনগোষ্ঠী।

সূত্র : গ্লোবাল নিউজ

আরএম/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ