আওয়ার ইসলাম: সুদানের জাাতীয় কাউন্সিলের প্রধান লেঃ জেনারেল আব্দুল ফতেহ আল-বারহান ও সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজের মধ্যে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।
সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া জানায়, দুই দেশের প্রতিনিধি দ্বিপক্ষীয় আলোচনায় নিজেদের স্বার্থ, আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করেন। দুই দেশের সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন তারা।
খবরে বলা হয়, সৌদি আরবের যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমান সুদানের শান্তি ও স্থিতিশীলতার জন্য কিংডম থেকে সম্ভাব্য সকল সহযোগিতার জন্য সুদান সার্বভৌমত্ব কাউন্সিলের রাষ্ট্রপতিকে আশ্বাস দিয়েছেন এবং জেনারেল আবদুল ফতেহ আল-বাহরান অব্যাহত সহযোগিতার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানিয়েছেন।
আল আরাবিয়া অবলম্বনে আবদুল্লাহ তামিম
আরএম/