মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

আবারও ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর আবারও একই রকম হামলার প্রস্তুতি নিচ্ছে ইরান। আগামী কয়েক দিনের মধ্যেই তারা হামলা চালাবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলি গোয়েন্দারা এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলি গোয়েন্দাদের বরাত দেশটির নিজস্ব ওয়েবসাইট দেবকাফাইল জানায়, ইউক্রেনের বিমান বিধ্বস্তের ঘটনায় কিছুটা চাপে আছে ইরান। এই চাপ থেকে বেরিয়েই মার্কিন ঘাঁটিতে হামলা শুরু করবে তারা। এ সময় মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হবে। হামলার শুরু হবে ইরাক থেকে।

সূত্রমতে জানা যায়, ইরাকের দুই মার্কিন ঘাঁটিতে হামলার পরই থেমে গেছে ইরান। তারা আর কোনো হামলা চালাবে না। এমনকি যুক্তরাষ্ট্রের শীর্ষ কয়েকজন প্রশাসনিক কর্মকর্তাও এমনটি মনে করছেন। তবে এ রকম ধারণা ভুল। ইরান আরও বড় হামলার প্রস্তুতি নিচ্ছে।

ইসরায়েলি গোয়েন্দারা বলছে, ইরান আপাতত তাদের সামরিক কর্মকর্তাদের কিছুটা নীরব থাকার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে বড় হামলার প্রস্তুতি নিতেও বলা হয়েছে তাদের। এ সম্পর্কে এক ইসরায়েলি গোয়েন্দা বলেন, তেহরান সময় নিচ্ছে।

সর্বোচ্চ দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই আবারও হামলা চালাবে তারা। পরবর্তী এই হামলার জন্য অস্ত্র ও সরঞ্জামাদি প্রস্তুত করছে দেশটির সামরিকবাহিনী।

উল্লেখ্য, সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। ৮ জানুয়ারি (বুধবার) ভোররাতে সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান।

এরপর ধারণা করা হচ্ছিল, ইরানের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপই হয়তো নেবেন ট্রাম্প। কিন্তু বাস্তবে তা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

৩ জানুয়ারি (শুক্রবার) ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ