আল আমিন(বাপ্পি)
ইজতিমা ময়দান থেকে
বিশ্ব ইজতেমায় আগত মুসল্লীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে। ইজতেমা উপলক্ষে জুম্মা এক্সপ্রেস নামে একটি ট্রেন সার্ভিস চালু করেছে রেল মন্ত্রণালয়।
আজ ১০জানুয়ারি (শুক্রবার) ইজতেমার প্রথমদিন সকাল ১০ টা ১৫ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি প্রথম টঙ্গী অভিমুখে ছেড়ে যায়। ইজতেমা চলাকালীন প্রতিদিন সকাল ১০টায় টঙ্গির উদ্দেশ্যে ছেড়ে যাবে।
যাত্রীদের সুবিধার্থে বিশেষ এ ট্রেনে কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত ৩০ টাকা করে এক টিকিটে আসা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও আগামী ১০ থেকে ১২ এবং ১৭ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন গন্তব্যে বেশ কিছু বিশেষ ট্রেন চলবে। রেলওয়ে সূত্র জানায়, ইজতেমা উপলক্ষে নির্ধারিত সিডিউল অনুযায়ী বিশেষ ট্রেনগুলো পরিচালিত হবে। এর মধ্যে ১১ ও ১৮ জানুয়ারি চলবে- জামালপুর-টঙ্গী স্পেশাল ট্রেন। জামালপুর থেকে ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে এবং টঙ্গী স্টেশনে পৌঁছবে দুপুর ২টা ১৫ মিনিটে। ১০ ও ১৭ জানুয়ারি চলবে ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন। এটি সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে বেলা ১১টা ২০ মিনিটে টঙ্গী পৌঁছবে। টঙ্গী-ঢাকা স্পেশাল ট্রেন টঙ্গী ছাড়বে দুপুর ২টা ৫০ মিনিটে এবং ঢাকা পৌঁছবে দুপুর ৩টা ৫০ মিনিটে।
মোনাজাতের দিন ১২ ও ১৯ জানুয়ারি যেসব ট্রেন চলবে সেগুলো হচ্ছে- ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-১। এটি ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা ছেড়ে ভোর ৬টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছবে। ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-২ সকাল ৭টা ১৫ মিনিটে ঢাকা ছেড়ে সকাল ৮টা ১০ মিনিটে টঙ্গী পৌঁছবে।
ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-৩ সকাল ৭টা ৩০ মিনিটে ঢাকা ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে টঙ্গী পৌঁছবে। ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-৪ সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকা ছেড়ে সকাল ১০টা ৪৫ মিনিটে টঙ্গী পৌঁছবে। ঢাকা-টঙ্গী স্পেশাল ট্রেন-৫ সকাল ১০ টা ২৫ মিনিটে ঢাকা ছেড়ে বেলা ১১টা ৩০ মিনিটে টঙ্গী পৌঁছবে। টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে এবং ঢাকা পৌঁছবে দুপুর ১টা ৩৫ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে এবং ঢাকা পৌঁছবে দুপুর ১টা ৩৫ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী ছাড়বে দুপুর ২টা ১৫ মিনিটে এবং ঢাকা পৌঁছবে দুপুর ৩টা ১০ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী ছাড়বে বিকাল ৪টা ২০ মিনিটে এবং ঢাকা পৌঁছবে বিকাল ৫টা ২০ মিনিটে। টঙ্গী-ঢাকা স্পেশাল-৫। এটি টঙ্গী ছাড়বে রাত ৭টায় এবং টঙ্গী পৌঁছবে বেলা ১১টা ৩০ মিনিটে। টঙ্গী-ময়মনসিংহ-১ ট্রেনটি টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ২০ মিনিটে এবং ময়মনসিংহ পৌঁছবে দুপুর ৩টা ৫৫ মিনিটে। টঙ্গী-ময়মনসিংহ-২ টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৪০ মিনিটে এবং ময়মনসিংহ পৌঁছাবে দুপুর ৪টা ৫৫ মিনিটে। টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল টঙ্গী ছাড়বে দুপুর ১২টা ৫০ মিনিটে এবং টাঙ্গাইল পৌঁছাবে দুপুর ২টা ২০ মিনিটে।
রেলওয়ে সূত্র জানায়, বিশ্ব ইজতেমায় আগতদের সুবিধার জন্য ৮ জানুয়ারি দুপুরের পর থেকে ১২ জানুয়ারি মোনাজাতের আগের দিন পর্যন্ত এবং ১৬ জানুয়ারি দুপুরের পর থেকে ১৯ জানুয়ারি মোনাজাতের আগের দিন পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি দেবে।
আগামী ১৩ ও ১৯ মোনাজাতের দিন (সোনার বাংলা ট্রেন ছাড়া) সব আন্তনগর ট্রেন ও মেইল এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি দেবে। ১২ ও ১৯ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে। তবে ১৩ ও ২০ জানুয়ারি সোমবার সুবর্ণ এক্সপ্রেস ট্রেন এবং ১২ ও ১৯ জানুয়ারি সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। ১২ ও ১৯ জানুয়ারি মোনাজাতের দিন ঢাকা-কালিয়াকৈর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল বন্ধ থাকবে।
মোনাজাতের পরের দিন অর্থাৎ ১৩ ও ২০ জানুয়ারি বহির্গামী টিকেটধারী মুসল্লিদের ফেরত ও টঙ্গী স্টেশন থেকে ট্রেনে আরোহনের সুবিধার জন্য সুন্দরবন, পারাবত, ধুমকেতু, এগারসিন্দু, প্রভাতী, তিস্তা, নীলসাগর, মোহনগঞ্জ, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা, সিল্কসিটি, উপকূল, কালনী, ব্রহ্মপুত্র, চিত্রা, দ্রুতযান, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর, উপবন, লালমনি, বেনাপোল, কুড়িগ্রাম ও মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট থামবে ।
অন্যদিকে, মুসল্লীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিতকরণ, সার্বিক আইন শৃংখলা রক্ষার্থে টঙ্গী, বিমানবন্দর, তেজগাঁও ও কমলাপুর রেলওয়ে স্টেশনে জিআরপি, আরএনবি অফিসারসহ প্রয়োজনীয় সংখ্যক ফোর্স মোতায়েন থাকবে।
আরএম/