বিশ্ব ইজতেমা ময়দান ও তার আশপাশ কানায় কানায় পূর্ণ। তবুও থেমে নেই মুসল্লিদের স্রোত। দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মুসল্লিদের আগমনে টঙ্গী তুরাগ তীর এখন পুণ্যভূমিতে পরিণত হয়েছে। কোথাও তিল ধারণের জায়গা নেই।
সকাল গড়িয়ে দুপুর হলেও এখানো ময়দানে আসতে দেখা যায় বহু মুসল্লিদের। পথে যানবাহন কম থাকায় ময়দানে হেঁটেই আসতে দেখায় যায় মুসল্লিদের।
দুপুরে ময়দান ঘুরে দেখা গেছে, টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর বিস্তৃত বিশ্ব ইজতেমা ময়দান প্রায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। দেশী-বিদেশী মুসল্লিরা অবস্থান নিয়েছেন তাবুর নিচে। এখনো আসতে দেখা যায় মুসল্লিদের। ময়দানে জায়গা না পেয়ে রাস্তার পাশেও তাবু ফেলতে দেখা যায় অনেক মুসল্লিকে।
ইজতেমায় আগত একাধিক মুসল্লি জানান, এবার বিশ্ব ইজতেমা জেলাভিত্তিক নয়। তাই সারা দেশের প্রত্যেক জেলা থেকে মুসল্লিরা ইজতেমায় আসতে শুরু করেছে। জায়গা না পাওয়ার শঙ্কায় আগে ভাগেই ইজতেমা ময়দানে আসা হয়েছে। কিন্তু তার আগেই সব জায়গা বুকিং হয়ে গেছে।
একজন বলেন, প্রতি বছরই বিশ্ব ইজতেমায় আসি, এবারও এসেছি। তবে অন্যবারের তুলনায় এবার লোকের সংখ্যা অনেক বেশি।
ইজতেমায় আগত মুসল্লিরা অসুস্থ হলে তাদের সেবা দেয়ার জন্য আজ বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পগুলো উদ্বোধন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে। পুরো ইজতেমা ময়দানের চারপাশে সিসি ক্যামেরাগুলো সচল করা হয়েছে। মুসল্লিদের সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুতি নিচ্ছে আইন শৃঙ্খখলা বাহিনীর সদস্যরা।
-এএ