আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে নৌ কর্তৃপক্ষ।
রাত থেকে টানা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আছে।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চালু করা হবে। পাটুরিয়া ফেরি ঘাটে ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং দেড় শতাধিক যাত্রীবাহী বাস ফেরি পারাপারের অপেক্ষায় আছে। দৌলতদিয়া ঘাটেও সব মিলিয়ে ৩ শতাধিক যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় আছে।
তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়বে। বর্তমানে এই নৌরুটে ১৫টি ফেরি থাকলেও ১২টি ফেরি দিয়ে যানবাহন পার করা হচ্ছে।
আরএম/