আওয়ার ইসলাম: নিজস্ব প্রতিবেদক> জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেছেন, স্বাধীনতা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। রাষ্ট্র হিসেবে আমরা স্বাধীন হয়েছি আজ প্রায় ৫০ বছর। এটা আল্লাহর করুণা ছাড়া সম্ভব ছিল না। এজন্য আমাদের আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা উচিত।
গতকাল (৭ জানুয়ারি ২০) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নবাবগঞ্জ উপজেলার আয়োজনে অনুষ্ঠিত ‘স্বাধীনতা আন্দোলনে ওলামায়ে কেরামের অবদান এবং বর্তমান প্রেক্ষাপটে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা যেমন বড় নিয়ামত, ঠিক সেরকম ভাবে স্বাধীনতা বজায় রাখা, স্বাধীন হিসেবে বসবাস করতে পারা, স্বাধীনভাবে ধর্মচর্চা করার সুযোগ পাওয়ার বিষয়টিও নিশ্চিত করা দরকার। ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীনতা আছে কিনা এ বিষয়টি দেখতে হবে। আমি আশা রাখছি গতদিনের মতো আগামীতেও বাংলাদেশ সকল ধর্ম বর্ণের মানুষ এক কাতারে শান্তিতে বসবাস করতে পারবে।
মুফতী মুহাম্মাদ জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক মুফতী মাহবূবুর রহমান নবাবগঞ্জী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক মুফতী নাজমুল হাসান বিন নূরী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নবাবগঞ্জ উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আলী, সহসভাপতি মাওলানা নূর হুসাইন।
পরিশেষে শাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুকের সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।
-এটি