আওয়ার ইসলাম: হজে দুর্নীতি-অনিয়ম, হাজিদের থেকে বিমান ভাড়া বেশি আদায় এবং অহেতুক টিকিং বুকিং দেয়ার অভিযোগে গত বছর সারা দেশের ২৯টি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
গত রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ধর্ম মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে ১৬টি এজেন্সির লাইসেন্স। সেগুলোর মধ্যে রয়েছে- চট্টগ্রামের মামুন ট্রাভেলস লিমিটেড, আল সাফা এয়ার ট্রাভেলস এবং আল হারামাইন ট্রাভেলস।
এছাড়াও রয়েছে কুমিল্লার হাবিব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ফেনীর কাজী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ঢাকার সারা এয়ার ইন্টারন্যাশনাল, আল মুজদালিফা এভিয়েশন, কে আলম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ট্রাইটন ওভারসিজ, সিয়াম ওভারসিজ, সুবহা ইন্টারন্যাশনাল, সৌদি বাংলা এয়ার সার্ভিস লিমিটেড, আল ফাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মাহির হজ সার্ভিস অ্যান্ড ট্যুরস, আবাবিল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এবং সুপার খিদমাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।
হজযাত্রীদের থেকে নির্ধারিত হারের অতিরিক্ত ভাড়া নেয়ার কারণে ভ্রাম্যমাণ আদালতের আদেশে বাতিল হয় ৫টির লাইসেন্স। সেগুলো হলো- হাসেম এয়ার ইন্টারন্যাশনাল, গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আল গাজী ট্রাভেলস লি., চ্যালেঞ্জার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লি. এবং সানশাইন এক্সপ্রেস ট্রাভেল এনকরপোরেশন।
অপ্রয়োজনীয় বুকিং এবং তা বাতিলের মাধ্যমে প্রতারণা করায় আটটি ট্রাভেল এজেন্সির লাইসেন্স বাতিল হয়। সেগুলো হলো- চট্টগ্রামের চৌধুরী ইন্টারন্যাশনাল, ঊর্মি ট্রাভেলস এজেন্সি, দারুল ইমান ইন্টারন্যাশনাল এবং ফেনীর বিপ্লব ইন্টারন্যাশনাল, ঢাকার মাদারল্যান্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সামস এয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মুনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লি., ট্রাভেল সেন্টার।
সংসদীয় কমিটির বৈঠকে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, যেসব এজেন্সির লাইসেন্স বাতিল করা হয়েছে তারা পরে লাইসেন্স ফিরে পেতে আপিল করেছিলেন। তবে ২০ এজেন্সির আপিল আবেদন মঞ্জুর করেনি মন্ত্রণালয়। বাকি চারটি এজেন্সির আপিল আবেদন এখনও নিষ্পত্তি হয়নি।
কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মুহা. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম এবং সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।
-এএ