মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য

মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশন ২২-২৩ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে। সাংবিধানিক ক্ষমতাবলে রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশেষ এই অধিবেশন আহ্বান করবেন।

আগামী ২২ ও ২৩ মার্চ ধরে দুই দিনের জন্য বিশেষ অধিবেশনকে সামনে রেখে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। বিশেষ অধিবেশনে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে, এছাড়াও থাকছে বিভিন্ন আয়োজন।

জানা গেছে, বিশেষ ওই অধিবেশনে বিদেশি অতিথিদেরও আমন্ত্রণ জানানো হবে। বিশেষ করে বঙ্গবন্ধুকে জানেন এমন বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানিয়ে তাদেরকে ওই অধিবেশনে বক্তৃতা রাখার সুযোগ দেয়া হতে পারে। এক্ষেত্রে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে প্রাধান্য দেয়া হচ্ছে। এছাড়া ওই অধিবেশন দেখার জন্য বিভিন্ন দেশের নেতাদেরও আমন্ত্রণ জানানোর উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়।

মুজিববর্ষ উপলক্ষ্যে বিশেষ অধিবেশন ছাড়াও বিভিন্ন কর্মসূচি পালন করবে জাতীয় সংসদ। এর মধ্যে থাকছে তিনটি বিশেষ সেমিনার, বিশেষ প্রকাশনা ইত্যাদি।

জাতীয় সংসদে দেয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণ নিয়ে প্রকাশনা বের করা হবে। এছাড়া ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নভুক্ত (আইপিইউ) সব দেশের স্পিকারকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে বিশেষ স্মারক বা উপহারবক্স পাঠানো হবে; তাতে থাকবে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ইংরেজি সংস্করণ ও মেমোরিয়াল কয়েনসহ বিভিন্ন সামগ্রী।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যই বিশেষ অধিবেশনের প্রস্তুতি নেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর সংগ্রাম, কর্মময় জীবন ও দেশকে এগিয়ে নিতে তার বহুমুখী অবদান এবং পরিকল্পনা ও স্বপ্নের বিষয়ে বিশেষ অধিবেশনের পাশাপাশি সেমিনারে আলোকপাত করা হবে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ