আওয়ার ইসলাম: সদর উপজেলার ফতুল্লায় চালককে হত্যা করে অটোরিকশা (ইজিবাইক) ছিনিয়ে নেয়ার ঘটনায় ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান-২ সহ ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
দায়িত্বে অবহেলার অভিযোগে সোমবার (৬ জানুয়ারি) তাদেরকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন- ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান-২, কনস্টেবল সফিক, হাবিবুর রহমান, ফজলুল হক এবং গাড়ি চালক কনস্টেবল আলমগীর।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের আরওআই ইলিয়াছ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ৪ জানুয়ারি শনিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চর কাশিপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় ফতুল্লা মডেল থানার ঈগল টিমের দায়িত্বে ছিলেন এসআই মিজানুর রহমান-২ ও তার ফোর্স। কিন্তু তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করেননি।
ওইদিন রাতেই ইজিবাইক চালক টিপু হাওলাদারকে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় ইজিবাইক চালক রাতেই মারা যান। ফলে দায়িত্বে অবহেলার কারণে এসআই মিজানুর রহমান-২ সহ তার সঙ্গীয় ফোর্সকে থানা থেকে প্রত্যাহার করা হয়।
-এএ